ঐ শোন গো বাঁশির ধ্বনি শোনা যায় ।
কোন সুরে কোন বাগানে, বাঁশি বাজায় শ্যামরায় ।।
বাঁশির সুরে মন উদাসী, গৃহে থাকা হইলো দায় ।
কদম্ব ডালেতে বসি, প্রাণবন্ধে বাজায় গো বাঁশি ।
বাজায় বাঁশি দিবানিশি, মনপ্রাণ লইয়া যায় ।।
যখন আমি রানতে গো বসি, প্রাণবন্ধে বাজায় গো বাঁশি
দিবানিশি বাজায় বাঁশি, শুইনে পাগল মনরায় ।।
কী বলবো তার বাঁশির গঠন
দেখছি হনে পাগল প্রাণে, মন করে কেমন ।
ধরতে গেলে দেয়না ধরা, কই লুকাইলো মনচোরায় ।।
বাঁশিতে তোর এতই মধু
রমণীর মন কাইড়ে নেও, কইরে কি যাদু ।
আমি কইতে নারি সইতে নারি, ধরতে নারি হায়রে হায় ।।
কালাশায় কয় আরে মন কানা
অন্তরে বিরাজে নাথ, তারে চিনলায় না ।
চিনলে পরে উজান শহরে, দেখতাম বন্ধু সর্বদায় ।।