শাহজালাল নামে শ্রীহট্ট মোকামে
নবীজির নায়েব আইলো রে ।
আনিলো দ্বীন ইসলাম ভেরী
ভাগিলো গৌর-গোবিন্দ সীমানা ছাড়ি
জাগিলো জগত, জাগিয়া উঠিলো
আমীন আমীন বলো রে ।।
ভজিলে মুর্শীদ, ঘুচিবে গোনা,
আখেরে পাইবে বড়ই সোনা ।
করহে সবুরী, পাইবে মজুরী
ঈমান বান্ধিয়ে সবে থাকো রে ।।
বেদ্বীন-বেঈমান, জিকিরে তে নাই ঈমান
জিকির পড়িতে মানা করে রে ।
মানা না শুনিও, হামেশা পড়িও
আল্লাহু আল্লাহু বলো রে ।।
কালাশা তোর মনের পাক, ঈমান ঠিক করে থাক
মুর্শীদ বিহনে গতি নাই রে ।
মুর্শীদ আমার, আমি যে তোমার
শিরে তুলিয়া যদি রাখি রে ।।
আমি যে সেবক, তুমি মোর পূজক
তোমার বিহনে কারে ডাকি রে ।
এত কী মধু, তোমার নামের ভিতরে
পান করিয়া সুখে থাকি রে ।।