সাধন জানিনা গো গুরু, সাধন জানি না ।
অসাধনে মারা গেলাম, গুরু না চিনিয়া ।।
কামিনী কাঞ্চনে মোরে দিলো বন্ধখানা ।
হাতে পায়ে লোহার বেড়ি, নড়িতে পারিনা ।।
মণিপুরে মালের কোঠা, দরজা তার খোলা ।
অনায়াসে হরিয়া নিলো আমার আমানতের গোলা গো ।।
মহাজনে পাঠাইলো পুঞ্জী-পাট্টা দিয়া ।
না খেলে সব হারাইলাম, কামিনী পাইয়া গো ।।
দিন গেলো, দিন গেলো চলে, কালাশায় বলে ।
আমার ভরা ডুইবা গেলো রমণীপুর খালে গো ।।