আমার ধানে হয়না খৈ
এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইরা থৈ ।।
লাউড়ের পাহারে হাল জুড়িলাম, সাগরে জুড়লাম মই !
সংসার জুইড়া বীজ বানাইলাম, নিকাশ পাইতাম কই ।।
খলই দিয়া গাই খিরাইলাম, বস্তা ভরা দই !
জীবন ভরা মাঠা, পাক দিয়া ঘি পাইলামনা সই ।।
সংসার জুইড়া হাল জুড়িলাম, আওয়াজ লইতাম কই ।
ধামা ছিড়া পাগা গেলো, বাদে আওয়াজ লই ।।
গাছ বড় না বীজ বড়, বিচার করো সই ।
গাছে বীজ, বীজে গাছ, কালাশায় কই ।।