কালা শাহ রচিত গান নং ২১৭

আছলাম আলাইকুম দিলাম সভায় মোমীনগণ ।
আলেক দিয়া খুশী করো মন ।।
কেবা তোমার মাতাপিতা, কেবা তোমার জন্মদাতা গো
আদিযুগে ছিলায় কোথা, কোথা ছিল নিরঞ্জন ।।
প্রথমে ছালাম করি পীর পয়গম্বর, শাহানূরী গো ।
তারপরে ছালাম করি মুন্সী মোল্লা আলেমগণ ।।
তারপরে ছালাম করি, এই সভার যে গানের জহুরী গো ।
গানের স্বার্থ, গানের অর্থ, কি মর্ম তার বিবরণ ।।
তারপরে ছালাম করি, যে করে গানে বাহাদূরী গো ।
বান্ধে গান মারে টান, কয় মন তার গানের ওজন ।।
মার চারি বাপের চারি, দশে হইলো আঠারো পরি গো ।
আঠারো মোকামের মাঝে কোন মোকামে কতজন ।।
গানবাজনা কোথা ছিলো, কোথা হইতে আইলো গো ।
দলিল মতে বুঝাই দিবায়, গানের অর্থ বিবরণ ।।
অজ্ঞান কালাশায় বলে, গানধন কি সহজে মেলে গো ।
গান রতন করো যতন, আশিকের মূলধন ।।