কালা শাহ রচিত গান নং ১৫৫

দেখ ভাই, আমার মত ঈমানদার আর কেহ নাই
চুরিদারী জেনাকেনা মিছা কথার সীমা নাই ।।
রোজা রাখি নামাজ পড়ি, মনে মনে বিষয় ভাবি
খতম পড়ে হিসাব করিনা, জাতি কত দিবে ভাই ।।
লেখেপড়ে হই মৌলবি, দেখতে আমায় আচ্ছা খুবি
পয়সার লাগি হইলাম লোভী, কত মতে দেশ বুঝাই ।।
চা হইলো ঘোড়ার চোনা, চিনির বাসনে খাইতে মানা
আলেম সমাজে করছে মানা, এখন আমরা কেমনে খাই ।।
কী পাইলো স্বরাজের তত্ত্ব, জয় নিশান উড়াইয়া মত্ত্ব
বৃটিশে দেখিয়া ভক্ত, জেলে নিয়া ভরে ভাই ।।
বাপদাদা চৌদ্দ ছিড়ি, হরগ্রামে জুম্মা পড়ি
এখন লায়েক বাড়ি বাড়ি, গ্রামে পড়লে হবে নাই ।।
আলেম ওলামা যত সবই, আমরা সবার নায়েবে নবী
পয়সার লাগি করে সবই, জাত বাঙালীর উপায় নাই ।।
ফকীর সাধু গাঞ্জার নেশা, মাথায় ঝুলায় হামেশা
বলে আমরা পাইছি দিশা
তোমার পুতের বেমার দেওরে গাই ।।
দেখিয়া শুনিয়া ভবেরই ভাব, কালাশার উঠছেরে তাপ
কি আছে করিতে ইনসাপ, ইনসাফ নাই যার বেস্ত নাই ।।
মাথে দিয়া কিস্তি টুপি, তপন পিন্দে কেছা খুবি
মুছল্লির ধরিয়াছে ছবি, আসল কাজে কিছু নাই ।।
মৌলবীরা পাগড়ী বাইন্দা ওয়াজ করতে আইলেন ভাই
তোমরা করো রোজা নামাজ, আমরা কিছু লিল্লা চাই ।।