বন্ধুরে পরাণের বন্ধু আমি পাইমু নি তোমারে
কই পাইমু তোমারে বন্ধু, কই পাইমু তোমারে ।।
তোমারে পাইবার জন্য আশা পন্থপানে ।
না আসিলায় প্রাণবন্ধু, রইলায় কার মন্দিরেরে ।।
নিদয়া-নিষ্ঠুর বন্ধু, দয়া নাই তর মনে
হায়রে দেখা দিয়া প্রাণে মারলে, বধিলে পরাণে রে বন্ধু ।।
তুমি আমার, আমি তোমার, ভিন্ন বাসো কেনে ।
হায়রে, দেখা দিয়া জীবন রাখো, আমি মইলাম প্রাণে রে বন্ধু ।।
সাজাইয়া ফুলের বিছানা, বইসা রইলাম একা ।
সারা নিশি পুষাইলাম, না পাইলাম তর দেখারে বন্ধু ।।
অধম কালাশায় বলে, কঠিন তর হিয়া ।
হায়রে তোমার আশায় বইসে রইলাম
দিনতো গেলো মোর গইয়া রে বন্ধু, পাইমু নি তোমারে ।।