সত্য বল ও প্রাণ সখা (চিতান)
অন্তিম কালে কয়বরে নিলে
সেই সময় নি বন্ধু পাবো গো দেখা ।।
(হায়রে) আমি কলঙ্কিনী, লোকে করে কানাকানি
পিরীতি বন্ধু দায় হইলো রাখা ।
আমি কত দুষী, তুমি থাকো খুশী
আমি দুষী বন্ধু তুমি থাকো শাখা ।।
(হায়রে) আমার হৃদয়পুরী, কি সন্ধানে চুরি
করিলে বন্ধু না যায় দেখা ।
তুমি হে ধর্ম, তুমি মোর মর্ম
বন্ধু কপালের লেখা ।।
(হায়রে) তোমারই প্রেমে জ্বলি আগুনে
ঘুষিয়া জ্বলে বন্ধু না যায় দেখা ।
বিচ্ছেদ যন্ত্রণা সহিতে পারি না
উড়িয়া যাইতাম বন্ধু, গায়ে নাই মোর পাখা ।।
(হায়রে) তুমি সর্ব জ্ঞানী, কই থাকো না জানি
আমার বাসরে বন্ধু আমি একা ।
কালাশা অধীন, তোমার চিরদিন
তোমার পিরীতি বন্ধু কেমনে রাখা ।।