মুর্শীদ আমি কীসে দোষী
তোমার এক্তিয়ার, তুমি মোক্তার, তোমার খুশে খুশী ।।
চালাও যদি, চলি আমি, বলাও যদি, বলি
কান্দাও যদি, কান্দি আমি, হাসাইলে হাসি ।।
রঙ্গরসে পরবাসে, তোমার প্রেমে আসি
কুল-কলঙ্ক নফস রাজা, গলে দেয় তোমার ফাঁসি ।।
গাউস-কুতুব, আউলিয়া-দরবেশ, এই জগতে আসি
তোমার কৃপা না হইলে কে হইতো তপস্বী ।।
আমার মাঝে তোমার আসন, তুমি মক্কা-কাশী ।
যারে দিলায় চরণধূলি, পায়তো ঘরে বসি ।।
রাখো মারো যাহা করো সবই ভালোবাসি ।
তোমার প্রেমে পড়িয়া দেখি, ঘুরে রবি শশী ।।
জগতের পতি তুমি, অগতির গতি
কালাশারে নিজগুণে করো তোমার দাসী গো ।।