বাবা খাজা সাহেবের রওজা শরীফ, আজমিরি গুলজার
(চিতান) ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে, রূহানী কারবার ।।
হীরালাল পরশমতি, দেখিতে চান্দের জ্যোতি
কুদরতে যত ইতি, এলাহী কারবার ।।
রওজা শরীফকি ঘটনা, দেখলে লোকে হয়গো ফানা ।
আহার নিদ্রা কুছ থাকেনা, আশিকের বাজার ।।
প্রেমরসে মগ্ন হইয়া, জানমাল দেয় লুটাইয়া ।
গরীবে নেওয়াজ নাম ফুকারে বাবাজির দরবার ।।
সয়ালের দয়াল তুমি, কাঙালের মেহেরবানী ।
মনোবাঞ্ছা পূর্ণ করেন জগতের কাণ্ডার ।।
নাকিছ কালাশায় বলে, খাজা সাহেবের চরণ তলে ।
ইহকাল পরকালে দেখিতাম দিদার ।।
দয়াময় নামটি ধরো, ঘৃনা বাবা নাহি করো ।
পার কইরা লও দয়াল মোরে পাতক দেইখে ভার ।।