কালা শাহ রচিত গান নং ১৬৫

সন্ন্যাসী বানাইলেরে বন্ধু
ও বন্ধু বৈরাগী বানাইলে (চিতান) ।
কি না তত্ত্ব কানে দিয়া আমায়
ঘরের বাহির করলেরে বন্ধু ।।
কেবা না পিরীতি করে
কারবা এত জ্বালারে বন্ধু, কারবা এত জ্বালা ।
তুই বন্ধুর পিরীতের লাগি রে বন্ধু
ছিড়িলাম গলারই মালারে বন্ধু ।।
ইষ্টি কুটুম ভাই বেরাদার
যা আছে জগতে রে বন্ধু, যা আছে জগতে ।
সবে বলে কুল মজাইলাম
দাগ লাগাইলাম জাতে রে বন্ধু
কাজ নাই আমার কুলমানের
কী করিবে মোর জাতে ।
পাইলে তোমারই চরণ, যাইমু তোমারই সাথে বন্ধু ।।
সোহাগে সোহাগে প্রেম আগে বাড়াইয়া রে বন্ধু
আগে বাড়াইয়া ।
এখন কেন ছাইড়া গেলা কুলটা বানাইয়া রে বন্ধু ।।
অধম কালাশায় বলে
কঠিন তোর হিয়ারে বন্ধু, কঠিন তোর হিয়া ।
তোমার আশায় বইসা রইলাম, কলঙ্কিনী হইয়া রে বন্ধু ।।