কালা শাহ রচিত গান নং ৮২

মওলাজি তোমার রহিম নামটি থাকিতে ।
আমি পাপী, ডুইবে যাইতাম নি ।।
করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি
অধম জেনে দয়া করবায় নি ।।
গফুর রহিম নাম তোমার, রহিম নামে রহম করো ।
আমি গোনাগার উদ্ধারিতে কে করবো মেহেরবানী ।।
তোমার মতন এমন দয়াল নাই
আমার মত কোটি পাপী তরাইবা সাঁই ।
তোমার যা ইচ্ছা লয় তাই করো
তোমায় বিনে কেউ না জানি ।।
তুমি বিনে ফইরাদের জাগা নাই
রাখো মারো যাহা করো, তোমার পানা চাই ।
তুমি আমার আমি তোমার, আমি তোমার কাঙালিনী ।।
এ সংসারে যত পাপীগণ
আমার মত এত পাপী নাই কোনোজন ।
আমার মনে আশা, ঐ ভরসা
লাতাকনাতু তোমার বাণী ।।
আখেরি জানাজা ইহা শেষ,
আলেম ওলামা, যত দেখি ফকীর দরবেশ
দলিল মতে বিশ্বাস হয়না, কেমদি যাইতাম রব গনি ।।
তোমার নায়েব রসুল আমিন,
কালাশার শিরের তাজ, কইরাছি একিন ।
সফিউল মজনবি সখা, গুনাগার তরাইবা জানি ।।
নবী ছাড়া তোমায় পাওয়া দায়
মুর্শীদ বিনে নবীজিরে পাওয়া নাই সে যে যায় ।
কাফ লাম শিন অক্ষরে জবর দিলে হয় মায়নি
অধম জেনে দয়া করবায় নি ।।