লাইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুলুল্লা
হরদমে আল্লাজির নাম ভুইলোনা মওলা ।।
কলেমা তৈয়বের মানি, মাবুদ বড় হক জানি
কলবে জপিও নাম খুলিবে তালা ।
হৃদয়ে প্রকাশ হবে মনের মানুষ দেখতে পাবে
প্রেমভাবে হুহু রবে খেলো নিরালা ।।
কোন কলে কলেমা ঘোরে, চায়া দেখ তুই আদম শহরে
আল্লা রসুল তার ভেতরে দুইজনে খেলা ।
খেলো মোমীন প্রেমের খেলা, সঙ্গ হইলে যাবে জ্বালা
তিন জনে এক যোগে হবে উজালা ।।
এই যে কলবের ভিতর, আছে এক আজব শহর
তারেতে চলছে খবর, গুণ সে কালা ।
কোরানে খবর আছে, জিজ্ঞাসা কর পীরের কাছে
কুলুবিন মুমিন পড় আরশে আল্লা ।।
আইন ও শিন কাফ অক্ষরে দংশন করিলো মোরে
কাফ লাম ও শিন অক্ষরে জবর মিলা ।
খেলে মোমীন প্রেমের খেলা, মরার আগে মরণ ভালা
জীবিত প্রাণে মরতে পাইলে ঘুচিবে জ্বালা ।।