কালা শাহ রচিত গান নং ২৩৬

আমায় আমি চিনতে গেলে, লোকের কাছে হয় গণ্ডগোল
কেউর ভেদ তো কেউ বোঝেনা, খালি বলে আবোল তাবোল ।।
আদম আল্লার ভেদের কায়া, যারে দিলো এশকো কায়া
আল্লা রসুল দুইজন পায়া হৃদবাগানে তার ফুটছে ফুল ।।
এশকোবাজি কি কারসাজি, জানেনা সে ভাই সবার কাজী
এশকো হইতে আল্লা রাজী, এশকে মেলে ভাই রত্নমূল ।।
এ সংসার সব ভোজের বাজি, পুতুল খেলায় পুতুল সাজি
পুতলাবাজির ভেলকিতে পড়ে, হারাইলাম আমি দুই কূল ।।
কাফ লাম শীন অক্ষরে, জবর দিলে পাখি ওড়ে
নামের পাখি হাওয়ায় ওড়ে, ধরলে পাখির পাবে মূল ।।