কালা শাহ রচিত গান নং ১৭৩

শুনছো নি কয়বরের বিবরণ ।
(এগো) ভবের কয়বর চক্ষে দেখো, কয়বরে কী জ্বালাতন ।।
একেলা কয়বরে যাবে, সঙ্গে কেহ নাহি রবে গো ।
(এগো) মার রব্বুকা জিজ্ঞাসিবে আসিয়া ফেরেশতা গণ ।।
টাকা-পয়সা সিন্দুকেতে ছেড়ে যাবে খালি হাতে গো ।
(এগো) খাট পালঙ্ক বালাখানা জমিদারী গোরস্তান ।।
আতসী কয়বর হবে, উর্দ্ধে নীচে আগ জ্বলিবে গো ।
(এগো) কত বা সহিবে জ্বালা তখনরে করবে রোদন ।।
ঠিক উত্তর যেই দিবে, কয়বরে গোলজার হবে গো ।
(এগো) বেহেশতী আসন তারে দিবেন পাক নিরঞ্জন ।।
কুল কালেমা নামাজ রোজা, হজ্জ যাকাতে ঈমান তাজা গো ।
(এগো) এই পাঁচ কামে বড়ই মজা, বেহেশতেরই মূলধন ।।
কেরামান কাতেবীন কান্ধে, হররোজের হিসাব বান্ধে গো ।
(এগো) কালাশায় কয় ঠেকছি ফান্দে, জীবন গেলো অকারণ ।।