কালা শাহ রচিত গান নং ১১৭

মুর্শীদ বিনে কে আছে কাণ্ডারী, মন ভিখারী ।।
মুর্শীদ চরণ করিলে ভজন
হইবায় তুমি লাখের ব্যাপারী ।।
হীরালাল পরশমতি, দমে বিকায় নিত্যি নিত্যি
মুর্শীদ ভজলে লাগবোনা তর কড়ি ।
ধিয়ানে বর্জক দেখ, দমের হিসাব রাখ ।।
হরদমে আল্লাহু নাম জারি, চড়ো মনরে
টিকিট করি মুর্শীদের দমের গাড়ি ।
চড়ো গাড়ি, ভয় করো কাহারি ।।
ত্রিশ হাজার বছরের পাড়ি, নিমেষেতে যাবে সারি ।
বেহেশতে জাগা হইবে তোমারি ।।
মুর্শীদের হুকুমের গাড়ী, চড়ো মনরে টিকিট করি
চড়ো গাড়ি, ভয় করো কাহারি ।।
সাত সমুদ্দুর তেরো নদী, পলকে ঝলক মারি
মুর্শীদ নামে যাওনা ডঙ্কা মারি ।।
যখন যমে করবে জব্দ, মুখেতে না উঠবে শব্দ
মর হইয়া যাবে দুই আঁখি, মুর্শীদ ধিয়ান রাখ
যদি পার হইবে তেরো নদী
শয়তানের না খাটবো বাহাদূরী ।।
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছইন পাক বারি
দেখলেনা মন তার তালাশ করি ।।
আলিফ লাম মীম আহাদ নূরী
তিন হরফের মর্ম ভারি
সেই ভেদ বোঝা হইলোনা কালাশারই ।।