কালা শাহ রচিত গান নং ৬৫

আলিমুল গায়েব খোদা, পড়িয়াছি ভাই কোরাণে ।
ওয়াহদাহু লা-শরীক আল্লা, শরীক নাই তার জাহানে ।।
হুয়াল আওয়াল, হুয়াল জাহের, হুয়াল বাতেন, হুয়াল আখের ।
বাতেনে রইয়াছেন আল্লা, জাহেরে চেনাও কেমনে ।।
কোরাণ পড়, কেতাব পড়, কোথায় খোদার বাড়ি-ঘর ।
দেও উত্তর জমির আলি, খোদা থাকে কোনখানে ।।
আউলিয়া আম্বিয়া যত, এশকে জ্বলে অবিরত ।
আশেকী পয়দ না হইলে খোদা কি পাইবা কোরাণে ।।
এলাহী আলামিন আল্লা, নূর মোহাম্মদ হাবীবুল্লা ।
মোহাম্মাদুর রাসুলুল্লা পড়রে ভাই জবানে ।।
মুর্শীদ ঈমান বৈঠা ধর, কথা মান কালাশা ।
পাবে আল্লা নিজ ঘর, মুর্শীদ বর্জক ধিয়ানে ।।