ভাব মেলে তো ভাবুক মেলে না ।
ভাবেরই বড়ি, খাইছি কড়ি, লোকে বলে দেওয়ানা ।।
দিল দরিয়ার পাড়ে বসি, বন্ধে বাজায় মোহন বাঁশি গো ।
বাঁশির সুরে মন উদাসী, গৃহে রইতে পারি না ।।
লাহুতে ত্রিপুন্নি খেলা, দিবানিশি করে কালা গো ।
কালার প্রেমে দিয়া তালা, প্রেমের বস্তা খোল না ।।
শ্রীপুর নছিরার হাটে, খরিদ-বিকি করে লাটে গো ।
ভাবের চোটে চমকে উঠে, দেখবে লাটের কারখানা ।।
ধ্যানে-জ্ঞানে যোগ করিয়া, ভাবের নৌকায় চালান দিয়া গো ।
এগো, দম মাস্তুলে বাদাম দিয়া, ধ্যানে বইয়া থাকো না ।।
অধমও কালাশায় বলে, জান শরীফ শার চরণতলে গো ।
এগো, ভাবের লাগি দেশত্যাগী, ঘটলো কত যন্ত্রণা ।।