কালা শাহ রচিত গান নং ২৩৭

কেশ বরণ সাকো আল্লা, হীরার বরণ ধার
আমি বান্দা গুণাগার, কেমনে হইতাম পার ।।
আমার যে মানব তরী, পাপে নৌকা বোঝাই ভারী ।
অকুলে ধরিয়াছি পাড়ি, না জানি সাঁতার ।।
আমার যে গুনার তাপে, আসমান জমিন কাপে
করিয়াছি ভরসা মনে, কেবল তোমার ।।
পুলসিরাত কঠিন পাড়ি, কূলকিনারা নাই তার খাড়ি
উঠিতে নামিতে বছর তিরিশ হাজার ।।
সাতটি দোজখের বিচে, হাবিয়া দোজখ নীচে
ছয় দোজখে পানা মাঙ্গে, ডরে হাবিয়ার ।।
একেক দোজখের মাঝে, সত্তুর হাজার কোঠা আছে
সাপ বিচ্ছু ভরা আছে, আতসের কারবার
আল্লা যেদিন কাজী হবে, হিসাব কিতাব লবে
নেকী বান্দা পার হইবে, বদি গেরেপ্তার ।।
লা তাকনাতু তোমার বাণী, শুনিয়া শান্ত হয়গো প্রাণি
তোমার ঐ কালাম ভরসা করি, পাক পরওয়ার ।।
আমি বান্দা গুনাগারে, ডাকি আল্লা বারেবারে
করো উদ্ধার কালাশারে, তুমি করিম গাফফার
তুমি জলিল জব্বার ।।