প্রথমে আল্লাজির নাম লইয়া
রসুলের উপর দরুদ ভেজিয়া ।
শুরু করিলাম বিসমিল্লারও সহিতে
আল্লায় যদি করইন কৃপা আমাতে ।
আব্দুল গনি নামে মিয়া বড় মেহেরবান
পাঁচ বেটা জন্ম ঘরে হইলো তান ।।
আবুল হুসেইন নাম তান বড় জন
ঈমানে আমানে পাকা হয় ওজন ।
ইছহাক মিয়া নামে তান ছোটজন
ইসরাইল মিয়া নামে জানো হয় মাইজম ।।
তিন ভাইও এক সহোদর ও ঘরে তান
আল্লাতালা তাহারার উপর মেহেরবান ।।
শেষ জানিবে তানও ঘরে আরো দুই মিয়া
শেষকালে শাদী একখান করিয়া ।।
এখন লেখিমু আরও ধন্য তান
মনের আশা পুরায় যদি সোবাহান ।
শ্রীহট্ট টাউনে তান বাড়িঘর
ছাপাখানার কারবার তান সরাসর ।।
এমন দয়াল আরো দেখিনাই
কি বলবো, গুণেরও সীমা নাই ভাই ।
এবাদত বন্দেগী করে বেশুমার
আল্লা বিনে কোনো কথা নাই আর ।।
মেজবান আর মুসাফের, আরো যত পর
আদরে বাড়িতে লইয়া যায় ।
পীরও পয়গম্বরের যেছা খাসিওত,
মুসাফির তাজিম করে, নাই দৌলত ।।
এমন ঈমানদার আমি দেখিনাই
ধন্যবাদ তান, কি বলিবো ভাই ।।
ইসরাইল মিয়া নামে তান মাইজম জন ।
তানও কৃপাতে পুঁথি ছাপা হয় এখন ।।
লেখাপড়া তানও বড় মূল্যবান ।
তানও কৃপাতে ছাপা হইলো গান ।।
এমনও দয়াল আর ভবে নাই
পুঁথি ছাপা হইলো তান দয়াতে ভাই ।।
আমি অধমও অতি দুরাচার
মূর্খ হইয়া কি ধন্য বলিমু তার ।।
টাউনেরো মাঝে যত ছাপাদার ।
সমস্ত হইতে ছাপা পরিস্কার ।।
কারো যদি মনে লয় ছাপা করিবার ।
ইসলামী ছাপাতে যাইবায় নামদার ।।
চুরি চোট্টামি নাই, ঈমানদার ।
হক মতে ছাপা করে পরিস্কার ।।
আং গনি নামে ছাপার মালিকদার ।
ইসলামিয়া প্রেসে গেলে পাইবায় সার ।।
এমন পরিস্কার ছাপা দেখিনাই ।
আমার পুঁথি ছাপা করছি মিয়া ভাই ।।
যে কোনো হরফ চাও নামদার ।
সব কিছিম হরফ আছে পরিস্কার ।।
আরবী, ফারসি, উর্দু, বাংলা, নাগরী তার ।
ছাপা করিলে শেষে পাইবায় সার ।।
সালাম-তসলিমও আমার বেশুমার ।
সকল জনাবে জানাই গুনাগার ।।
আমি অধম ও মূর্খ খাকচার ।
বিদ্যা বুদ্ধি কিছু নাই, হই লাচার ।।
কয়বর হাশর আর পুলছেরাতে ।
দোয়া করো তরি যেন তাহাতে ।।
কালাশাহ অধম ও বড় গুনাগার ।
নবীজির ইজ্জতে আশা, হইতাম পার ।।