কালা শাহ রচিত গান নং ১২২

দেখা দিয়ে জীবন রাখো, সহেনা পরাণে বন্ধুরে ।।
আমি তোরে পাশরি কেমনে ।
বন্ধুরে, আমি তো অবলা নারী
যৌবন হইলো প্রাণের বৈরী ।
যৌবন অমূল্য ধন, বান্ধি রাখে কোনজন
বান্ধিলে সে না লয় বন্ধন, বন্ধুরে ।।
বন্ধুরে, দুনিয়া কঠিন ঠাই, দুঃখ কইবার জাগা নাই
যৌবন জ্বালায় জ্বইলা হইলাম ছাই ।
আশায় আশায় দিন গেলো, তবু বন্ধু না আসিলো
আমার প্রাণবন্ধু ভুলিলো কেমনে ।।
বন্ধুরে নিত্যি আসো, নিত্যি যাও
অভাগীনির ফুল বাগিচায়
ফুলের মধু কেনে নাই সে খাও ।
কালাশা পাগল করি, কেনে বন্ধু গেলায় ছাড়ি
কোন দোষে ফিরিয়া না চাও, বন্ধুরে ।।