আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই ।
মারেফতের সঙ্গে শরীয়ত, কোন কথায় লড়াই ।।
তে দিয়া দিলো তালা, ত্রিপুনিতে নিত্যই খেলা ।
জিমের নীচে নোক্তা দিয়া লুকাইলো রে সাঁই ।।
ত্রিশ হরফে অজুদ পয়দা, কোন হরফে আছে খোদা ।
আহম্মদ ছুরত নামাজ চার হরফে পাই ।।
আটে আর দশে মিল, আঠারো মোকামে খিল ।
আদম ছুরত খোদা, চিনো মোমীন ভাই ।।
আদম তনে আছে খোদা, একদম না হয় জুদা ।
আদমেতে করছে খেলা মওলায় হাওয়াতে লুকাই ।।
গড়িয়া আদম ছবি, হুকুম দেন ফেরেশতা সবই ।
করো সেজদা আদমেরে, কি কারণে ভাই ।।
শরীয়তে করো ছন্দি, মারেফতে বোঝো ফন্দি ।
না দরজা করলো বন্দি, ভাইরে মিলবো রে কানাই ।।
অধম কালাশায় বলে, জান শরীফ শার চরণতলে ।
ঈমান আমল ঠিক করিয়া করবে লড়াই ।।