কালা শাহ রচিত গান নং ৬৬

আজব ধান্দা এ দুনিয়া, এ কী আজব কারখানা ।
দলাদলি-ফালাফালি, কেউর কথা কেউ শোনে না ।।
একি হইলো জামানার দোষ, সবে খোজে পরেরই দোষ ।
আপনা দোষে উদর ভরা, সেই দোষ কেন দেখনা ।।
শোনো বলি মন পাজির পাজি, কেন করো ধান্দাবাজি ।
হক পথে কেন হওনা রাজী, হাদীস দলিল শোনো না ।।
পঞ্চায়েতি বিচার হইলে পক্ষাপক্ষি বিচার করে ।
নির্ধনিয়ার অন্যায় দেখে, ধনী লোকের কিছু না ।।
অধম কালাশায় কয়, হক কথা যেজনে কয় ।
সে তো ভবে দূষী হইলো, খুশী হইলো রব্বানা ।।