খোদা তুমি রহিম রহমান ।
রহিম নামে রহম করো, হইয়া মেহেরবান ।।
করিম রহিম নামের গুণে, আমি পাপী দীনহীনে গো ।
তরাইয়া লও নিজগুণে, তোমাতে সপেছি প্রাণ ।।
আল্লাহু কাদির গণি, তোমায় বিনে কেউ না জানি গো ।
করো মুঝে মেহেরবানী, আমি তো অজ্ঞান নাদান ।।
যা ইচ্ছা লয় তাই করো, সকলই করিতে পারো গো ।
জুমলে আলম পালন করো, কুদরতেরই ক্যায়ছা শান ।।
আপে আল্লা পাক বারি, এশকে নূর করিলায় জারি গো
এগো, সেই নূরের মহব্বত কালাশায় করো দান ।।