আমার আমার কে কয় কারে, ভাবতে গেলো আমার চিরকাল
আসল কথা ভাঙিয়া কইলে লোকের কাছে আমার হয় জঞ্জাল ।।
আমি করি আমার আমার, আমি বা কার, করো বিচার
নৌকা ছাড়া বাদাম দিলে, খালি মাস্তলে কি উড়বে পাল ।।
আমার মাঝে সবই আমি, এই কথা খালি বুঝাও তুমি
ওই দিলে কয় হাজার কথা, বুঝোসনা তুই মারোস ফাল ।।
আমি নৌকা আমি মাঝি, আমি আমার ভাই সবার কাজী
হক কথায় মন হয়না রাজী, বুঝোসনা কেনে হাল বেহাল ।।
আমি বাবু আমি মেথর, আমি রোগী ভাই, আমি ডাক্তার
আমার কথায় দেখ তরাতর, যেমন ঢোল করতালে বাজে তাল ।।
একশো তিন বছরের কালে, আল জুল্লাম আকাশ পাতালে
সেই যে লাঙ্গলের মুখে চব্বিশ হাজার ছয়শো ফল ।।
কালাশারই পাকলো চুল, কথায় কথায় লাগে ভাই গণ্ডগোল
বুঝলে কথায় পাবে মূল, এখন আমার বৃদ্ধকাল ।।