মুর্শীদ ও সোনার মুর্শীদ, আমারে চিনি না ।
আমারে চিনিনা গো মুর্শীদ, আমারে পাইলাম না ।।
আমারে চিনিবার জন্য হইয়াছি দেওয়ানা ।
দেশ-বিদেশ ঘুরিয়া ফিরি, আমারে পাইলামনা গো ।।
আমি যদি আমায় চিনতাম, বেপার হইতো দুনা ।
লাভে মূলে সব হারাইলাম, রত্ন কাঞ্চা সোনা গো ।।
কেবা রাজা, কেবা প্রজা, কেবা ধনী-মানি ।
ওরে আমার মাঝে বিরাজ করে, আমিতো না চিনি গো ।।
আমার মাঝে রাজ সিংহাসন, সদাই করে খেলা ।
ওরে, কি সন্ধানে বাজায় বাঁশি, আমি চক্ষেতে দেখিনা গো ।।
বাঁশীর সুরে মন উদাসী, হইলাম উতলা ।
ধরতে গেলে পাইনা ধরা, একী আজব লীলা গো ।।
অধম কালাশায় বলে, আমার মাঝে খেলা ।
ওরে আমারে ঠগাইয়া গেলো আমার চক্ষে দিয়া তালা গো
মুর্শীদ, আমারে চিনি না ।।