কালা শাহ রচিত গান নং ১৩৮

সোনা বন্ধে মোরে দিলো প্রেম ফাঁসি
দিয়া ফাঁসি, কুল বিনাশী রে বন্ধু, করিলায় উদাসী রে ।।
তোমার সনে কইরা পিরীত রে বন্ধু, হইলাম কত দুষী
কুল গেলো, কলঙ্ক হইলোরে বন্ধু, জগতে বইলো হাসি রে ।।
তুমি নতুন, আমি নতুন রে বন্ধু, নতুন পিরীতি
নিত্যই নতুন করো খেলা রে বন্ধু, আমি হইলাম দুষী রে ।।
দিয়া ধরা দেওনা ধরা রে বন্ধু, একী সর্বনাশী
ঘরে জ্বালা, বাইরে জ্বালারে বন্ধু, কান্দি দিবানিশি রে ।।
প্রেমের খেলা, প্রেমের লীলা রে বন্ধু, প্রেমের পিয়াসী ।
কাফ লাম শীনের জবরে রে বন্ধু সামলাতে বাসীরে ।।