কালা শাহ রচিত গান নং ১৮৩

পাগল সাজিলাম বন্ধু তোমারও লাগিয়া ।
তোমারই পাগল, হারিলাম সকল কলঙ্ক নাম
আমার সংসার জুড়িয়া ।।
(হায়রে) সদাই উচাটন, বান্ধিতে না পারি মন
তোমারও লাগিয়া ।
পাগলিনীর বেশে, ঘুরি দেশে দেশে
আমায় বাঁধিলে বন্ধু প্রেম ফাঁসি দিয়া ।।
হায়রে আমার এ কী যাতনা, লোকে তো জানে না
মারে কত পাগল বলিয়া ।
বিচ্ছেদও আগুনে, জ্বলি রাত্রদিনে
একবার দেখলায়না বন্ধু আমায় আসিয়া ।।
(হায়রে) তোমার নামের ধ্বনি, জগত মোহিনী
দয়াল বলিয়া ।
তুমি হও দয়াবান, এক বিন্দু করো দান
দুঃখ যত বন্ধু যাবো পাশরিয়া ।।
(হায়রে) তোমার এ কী রীতি, বাড়াইয়া পিরীতি
ছেইড়ে যাও কূলে কালি দিয়া ।
কালাশায় কয় প্রাণনাথ, এইসো আমার সাক্ষাৎ
প্রাণ ত্যাজিবো তোমার চরণে পড়িয়া ।।