কালা শাহ রচিত গান নং ১৮১

ডাকি আমি বন্ধু তোমারে, দেখা দিয়া মোরে
উদাসী করিয়ে, তুমি রইয়াছো বন্ধু কার বাসরে ।।
(হায়রে) উদাসী করিয়া, না চাইলায় ফিরিয়া
তর পিরীতের একি ধারা ।
সংসারের মাঝে, কইনা আমি লাজে
ধরা দিয়াছো বন্ধু যারে গো তারে ।।
হায় বন্ধু প্রাণধন, কি দিলে তোমার মন পাইমু
বল না আমারে ।
দিবস রজণী, কান্দি একাকীনি
তুমি আইলায়না বন্ধু আমার বাসরে ।।
(হায়রে) আমি কিসের দুষী, কি দিলে খুশী
হইবায় বন্ধু বল না আমারে ।
তোমারও লাগিয়া রাজ্যপাট ছাড়িয়া
ঘুরি কত বন্ধু ধারে বেধারে ।।
কাফ লাম শিনে জবরও বিনে
অধীনে কি দিমু তোমারে ।
হায় হায় করি, এই সংসারে ঘুরি
ধরা দিলায়না বন্ধু কেবল আমারে ।।