মন তোরে বুঝাইমু আর কত ।
আইছো ভবে, যাইতে হবে, থাকবে কি অবিরত ।।
সাদাত নমরূদ ফেরাউনে, খোদাই দাবী জনে জনে গো ।
এগো, কোথায় সাদাত, কোথায় নমরূদ
কোথায় বাদশা, কই তখতো ।।
সাদাত বাদশা আমিরানা, বানাইলো বেহেশতোখানা গো ।
কত কত লস্কর লইয়া, খালি হাতে গড়লো পোক্ত ।।
পাইছো মাইয়ার ভালবাসা, মজে করো রঙ তামাশা গো
খাইয়া পিয়া ঘুমাই থাকো, নামাজের যায় ওক্ত ।।
ইস্টিকুটুম ভাই বেরাদর, অসময়ে কেউ নাইসে দর
ও তোর মাতা পিতা সবই গেলো
তুই কেনে হইলি শক্ত ।।
কালাশা তোর মন গুমানে, মারা গেলি দোজাহানে গো
এগো, মন তোরে বুঝাইবার লাগি, গান বান্দলাম কত শত ।।