আমারে চিনতে গেলে সোজা রাস্তা হয় ব্যাকা ।
কুদরতে খুদ খোদাই বড়, নামটি মোর হৃদয়ে লেখা ।।
আমি লাইলি, আমি মজনু, আমি রাধা, আমি কানু ।
আমি শিরি, আমি ফরহাদ, আমি ইউসুফ-জুলেখা ।।
আমি ধর্ম, আমি কর্ম, আমি আমার মহামর্ম
আমি সত্য, আমি মিথ্যা, আমি হইতে সব ঢাকা ।।
আমার আল্লা, আমার রসুল, আমি ধর্ম, আমি যে মূল
এসব কথার গণ্ডগোল, বুঝতে গেলে আগে হও শাখা ।।
আমি বলতে আমি নাই, আমার জীবন আমার সাঁই
ঐসব কথা বোঝো কোথায় পাই
কালাশায় কয় হও পাকা ।।