কি সন্ধানে মওলা ধনে, বসাইলো প্রেমের বাজার ।
প্রেমের বাজারে চল, মনোবাঞ্ছা আছে যার ।।
প্রেম বাজারের লীলা খেলা, যে বোঝে তার নসীব ভালা ।
খেলো মোমীন প্রেমের খেলা, মুর্শীদ যারও হয় কাণ্ডার ।।
প্রেম বাজারে প্রেম ভরা, কে কে যাবি আয়গো তোরা ।
প্রেম তরঙ্গে সাঁতার খেলো, প্রেমের পিয়াস আছে যার ।।
প্রেমিক বিনে প্রেম কী জানে, প্রেম কি সকলে চেনে ।
লাগলো না প্রেমেরই ছটা, কলঙ্ক নাম কালাশার ।।