কালা শাহ রচিত গান নং ১১১

কই তোমারে আল্লা বলো, শোনোরে মনাই ।
একেলা কয়বরে যাবে, সেখানে দোসর নাই ।।
রোজা রাখো, নামাজ পড়ো, হাদীসে মছলা জারি
মারেফতের ভেদ ভারী, পাহাড় জঙ্গলে ঢুরি
সে ভেদ আমি পাইলাম নাই ।।
পশ্চিমেতে মক্কার ঘর, সেদিক ফিরে নামাজ পড় ।
নিয়ত-সূরার মানে দিলে একিন রাখা চাই ।।
মন মজিয়াছে মাইয়ার রসে, দিলে একিন হবে কীসে ।
ও তর সিন্দুকের ধন গেলো খইসে
আটচল্লিশ গুণ মাইয়ার ঠাই ।।
কালাশার এই ভাবনা, আমি হইতে নামাজ হয়না ।
নামাজ-রোজার ভেদবিধি, জিজ্ঞাসো মুর্শীদের ঠাই ।।