কেন মরলেনা মন তুই ভাবেরই মরা ।
(চিতান) ভাবেরই মরা, মরিয়াছে যারা
প্রেমের সাগরে সাঁতার খেলছে তারা ।।
(হায়রে) ভাবেরই ধারা বুঝিয়াছে যারা
সদায় ঘোরে সে পাগলপারা ।
পাগলিনীর বেশে ঘুরে দেশে দেশে
মতলবের লাগি সে তো হইলো গো সারা ।।
সেই ভাব আছে যার দিলে, রত্ন তার মিলে
গুরুর প্রেমে সে তো হইলো আত্মহারা ।
ধরে গুরুর চরণ করো সাধনভজন
অন্ধকার দিলে গো তার ফুটবো নয়নতারা ।।
আগে ঐ প্রতিজ্ঞা করো, মরতে যদি পারো
মরার জন্য তুমি হইয়ে যাও খাড়া ।
করো গুরু ভক্তি, হইয়া যাবে মুক্তি
আকাশ মণ্ডলে তুমি দিতে পারবে উড়া ।।
চিনি সন্দেশ রসগোল্লা, গুরুর প্রেমে বান্ধা গোলা
সেই রস খাইয়াছে যারা ।
তুমি চিনলায়না সেই রস, হারালে পরশ
রস বইলে তুমি খাইয়াছো জাম্বুরা ।।
মরারই আগে মরিয়াছে যারা
জিওন মরণ তার, হইছে গো সারা ।
অধীন কালাশায় বলে, এই ভূমণ্ডলে
নিশ্চয় মরতে হবে, যম পিছে খাড়া ।।