কালা শাহ রচিত গান নং ১৮৭

ঝাপ দিলে কী হবে নদীতে ।
হায়রে ঝাপ দিয়া জলে, যদি রত্ন তোলে,
নির্ধনীরা ধনী হয় তাহাতে ।।
সাধু জ্ঞানী যারা, রত্ন তোলে তারা
ডুব দিয়া সেই নদীর জলেতে ।
কাম কুম্ভীরে তারে কি করিতে পারে
শক্তি মেল মারে, সেই কুম্ভীরের সাথে ।।
(হায়রে) পঞ্চরসের রসিক যারা, রস উঠাইয়া খেলে তারা
ধরা পড়ে রসিকের হাতে ।
কাম নদীর ঘাটে, কত কমল ফোটে
প্রেমের প্রেমিকে প্রেম লুটে তাহাতে ।।
(হায়রে) কাম তরঙ্গে মদন মাঝি, করে কত ধান্দাবাজি
ধরা পড়ে রসিকের হাতে ।
পঞ্চতত্বের ভেদবিধি, যে জানে সে গুণনিধি
সাঁতার খেলিতে পারে সেই নদীতে ।।
(হায়রে) নবরঙ্গে করে খেলা, সাতদিন থাকে ঘাটের মেলা
কী অপরূপ দেখিবে তাহাতে ।
কালাশায় কয় গুণনিধি, জানিয়া লও ভেদবিধি
নইলে মারা যাবে সেই নদীতে ।।