বলো গুরুজী, খোদার আসল ছুরত ছবি কি ।
নূর তাজাল্লি প্রেমের খেলা, দুই ছুরতে ইনসান নবী ।।
ছুরতে আদম হইলে ছিরাত বিনে মিলবো কি
ছুরতে ছিরাত মিলিলে ধরতে পারবে মনপাখি ।।
(এগো) পীরের বাক্য করো লক্ষ্য, কইরো না ফাঁকিঝুকি
ভক্ত হয়ে ভক্তি করো, গুরুর বাক্য ঠিক রাখি ।।
আপন ঘরে আছে খোদা, দূরে গেলে দেখবে কি ।
(এগো) মুর্শীদের ইশারায় দেখি, যেদিকে ফিরাই আঁখি ।।
পীর মুর্শীদের ঘটে ঘটে আছে ধনের লাইবেরী
যে ধন চাবে, সে ধন পাবে, দাম যেন না রয় বাকী ।।
(এগো) দিলে দাম, হবে কাম, দামের অর্থ ইয়াদ রাখি
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছেন পাক বারি ।।
আদম হইতে হাওয়া পয়দা, বান্ধিয়াছে যে প্রেমডোরি ।
প্রেমের লীলা প্রেমের খেলা, অবুঝ কালা তুই বুঝবি কি ।।
জেনা কেনা হিংসা নিন্দা, নষ্ট হয় তার সুমতি
মন মনুরা ঠিক না হইলে কেমনে দেখবায় মনপাখি ।।
দিলমে ঝুটা, চোখমে ছটা, রঙছবি তার দেখবে কি
নায়েবে রসুল পীর আউলিয়া, নবীর বদল পীর আদি ।।
পীর ভজিয়া নিন্দা করা, নবীর দুশমন পাতকী ।
শাফায়াত দিদার হবেনা তার, হইয়া যাবে দোজখী ।।
শরীয়তের পর্দা দিয়া মারেফত রাখছে ঢাকি
ছাল থাকিতে সার পাবেনা, খুলে দেখ তোর আঁখি ।।
মনসুর হিল্লাজ সুল্লত দিলো, আয়নাল হক বলে দেখি
দ্বীনহীন কালাশায় বলে এশক ছাড়া মিলবো কি ।।
এশকে পয়দা আপে খোদা, আদম শব্দের অর্থ কি ।
(এগো) কুলবিল মোমীন আরশে আল্লা হাদীসে তে বলে কি ।।