আমার এশকের ছোড়ানি রইলো কামিনীর কাছে
এশকো তালা, না যায় খোলা রে ভাই, মরি আফসোসে ।।
এশক তোমার কি ধন ছিলো,
কে পারে করিতে মূল রে ভাই
এশকে পয়দা আপে আল্লা সকলের কাছে ।।
লাইলী মজনু আশেক ছিলো,
প্রেম দরিয়ায় সাঁতার দিলো রে ভাই ।
আজি তক সেই ঘোষণারে ভাই জগতে আছে ।।
কোন এশকে গান গাও
লাউ ডুবকি করতাল বাজাওরে ভাই ।
ছাফি গুরু কল্পতরু রে ভাই পাওয়া হইলো মিছে ।।
ভব যন্ত্রণা সইতে নারি
মদন জ্বালায় জ্বইলা মরি রে ভাই ।
মদন জ্বালায় বুলকি পাইরা রে ভাই, কালাশায় নাচে ।।