অধম কালাশায় বলে
জনম গোয়াইলাম আমি, মানুষ না মেলে ।
মানুষ যারা, দেয়না ধরা, ধরমু কোন কলে ।।
এই দুনিয়া ধান্দাবাজি, ফেরবের কারখানা
লম্বা কুর্তা মাথায় বাবরি, আচ্ছা পীর দেওয়ানা ।
গলে তছবী দিয়া দেখো ফিরইন বাড়ি বাড়ি
পাকড়াই পাকড়াই চায়, দেখলে সুন্দর নারী ।।
লাউ ডুবকি সেতার দোতার বাজনা করে সার
গাঞ্জাতে মারিয়া দম, মাথা ঝুলায় তার ।
নাচে কুদে জিকির পড়ে ফকীরি মেলায়
রসুলের তরিকা ছাড়া, শয়তানী খিয়ালে ।।
মানুষ যারা নামাজ তারা পড়ে পাঞ্জেগানা
রসুলের তরিকা লইয়া চলে সর্বজনা ।
আকিমুচ্ছালাত আয়াত কোরাণেতে বলে
রোজা রাখ নামাজ পড়, ফকীরের দলে ।।
অধম কালাশায় বলে জিন্দেগী অসার
জিন্দেগী থাকিতে করো বন্দেগী আল্লার ।
আল্লা চেনো নবী মানো, কোরাণেতে বলে
মুর্শীদ ভইজে ঈমান আনো তান চরণতলে ।।