কালা শাহ রচিত গান নং ১৩

শফিউল মজনবি নাম তোমার
(ও দয়াল) উম্মত করিতায় পার ।।
আল্লাহ পাক পরওয়ারে পাঠাইলায় এই সংসারে
দিয়া তোমার উম্মতেরই ভার
কাফির জালিমগণে ও দয়াল
দ্বীন মানে না লড়াই সার ।।
আকাশেতে চন্দ্র ছিলো, আদেশেতে দুই ভাগ হইলো
এই মাজেজা বকশে পরওয়ার
কত কাফির দিনে আইলো ও দয়াল
মাজেজা দেখিয়া তোমার ।।
কাফের জালিমগণে, কষ্ট দিলো কত মনে,
সহ্য তোমার উম্মতেরই ভার ।
আহাজারি দিন ভিখারী ও দয়াল
উম্মত কলিজার সার ।।
কালাশাহ গুনাগার, ডাকি তোমায় বারেবার,
তুমি নবী জগতের কাণ্ডার
কবর হাশর পুলছেরাতে
ও দয়াল তুমি নি করিবায় পার ।।