আমি তোমার কলের গাড়ি, তুমি নিগাবান ।
তোমার যা ইচ্ছা লয় তাই করো, পাক মওলা সোবাহান ।।
তোমার এইসব কারিগরী, বানাইলায় আদম তরী গো ।
লাহুতে লঙ্গর করি, কলবে ভরিলায় জান ।।
তুমি চালাও যদি, চলি আমি, বলাও যদি, বলি আমি গো
এগো, কান্দাও যদি কান্দি আমি, তোমার লাগি পেরেশান ।।
চব্বিশ হাতা চামড়ার ছানি, দ্বিগুণে বান্দছে ত্রিপুণি ।
এগো, দশ খাম্বা তার জোত গাথুনী
চাইর তারে ওড়ে নিশান ।।
তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি আমার মহামর্ম ।
তোমার ইচ্ছায় চলছে গাড়ী, এই দুনিয়া সব জাহান ।।
আল্লা নবী মুশকিল কোষা, তিনেতে এক করো দিশা গো ।
এগো, কালাশায় কয় ঐ নিশানে, অন্ধকারে দেখবে চাঁন ।।