গাছের গুণ আছে, ঘুইরে আয় মন, ঐ গাছের কাছে ।।
গাছের এক ডাল গেলো কুদরতের দেশে
সেই ডালেতে আল্লা জানি, রাসূল হইলো শেষে ।
ইমাম হাসন-হুসেন, পাক পাঞ্জাতন
সেই ডালেতে আছে ।।
এক ডাল গেলো বাতেনের দেশে
সেই ডালেতে ফকীর দরবেশ পাগলের বেশে
কত নূরের পর্দা ঢাকিয়া রাখছে, ঝলক দিতেছে ।।
এক ডাল গেলো পূর্ব গো অংশে
সেই ডালেতে বেহেশত পয়দা, দোজখ হইলো শেষে
কত হিসাব-কেতাব, নেকি-বদি সেই ডালে আছে ।।
এক ডাল গেলো উর্ধ্ব গো অংশে
সেই ডালেতে চান্দের জনম সূর্য হইলো শেষে
কত কোটি তারা ঝিলমিল, শোভা দিতেছে
এক ডাল গেলো উত্তর গো দেশে
সেই ডালেতে পীর পয়গাম্বর দেখো কত প্রকাশে
কিতাব-কোরাণ, জাহের-বাতেন সেই ডালেতে আছে ।।
এক ডাল গেলো দক্ষিণ গো অংশে
সেই ডালেতে পাহাড় পয়দা, দরিয়া হইলো
শেষে কত জীবজন্তু-পশুপাখি সেই ডালেতে আছে ।।
এক ডাল গেলো পশ্চিম গো অংশে
সেই ডালেতে মক্কা পয়দা, মদীনা হইলো শেষে
আবে জমজম পানির কুয়া সেই ডালেতে আছে ।।
এক ডাল গেলো চতুর গো অংশে
সেই ডালেতে শরীয়ত
মারফত হইলো শেষে এগো
তরিকতের তরিক চেনো মুর্শীদের কাছে ।।
সেই গাছে মহিমা অপার,
সেই গাছেতে ভক্তি সিদ্ধি হইলোনা (আমার)
কালাশায় হইলে ভক্তি, পাবে মুক্তি সকলের কাছে ।।