কালা শাহ রচিত গান নং ১১৩

বেইল থাকিতে ধরো পাড়ি, যদি যাবে সেই পারে ।
ত্রিশ হাজার বৎসরের পাড়ি, কূল কিনারা নাই তার
খারি কেমনে যাই সেই পারে ।।
সাত ঘাটে আছে খেওয়া, তাতে হবে পয়সা দেওয়া
না দিলে সে কেবা পার করে ।।
আয় তোরা পন্থ ধর, কেমনে যাবে এত দূর
শীঘ্র চল গুরুর রেয়ালে ।।
মুর্শীদের রেহাল গাড়ি, মিনিটে সাইটের পাড়ি
চড় গাড়ি, ভয় করো কারে ।।
দমের ইঞ্জিন, হাওয়ার কল
ধিয়ানের তরী, নামের বল
বাদাম টানো উজান শহরে ।।
উজান শহরে যাবে যারা, ঘাটের পয়সা কভু তারা
নাই দেবো সেই খেওয়ানি রে ।।
প্রেম-পিরীতের করো খেলা, দমের সঙ্গে ওলামেলা
যমে ভালোবাসে তারে ।।
কালাশায় কয় দেখ ভাই, পিরীত বিনে গতি নাই
শ্যাম পিরীতে কিনা করতে পারে ।।