কালা শাহ রচিত গান নং ১৯১

আমি দেখতে চাইলে দেখিনা তোমারে, ও সোনা বন্ধুরে
কেন বন্ধু ভিন্ন বাসো মোরে ।।
ও বন্ধুরে, সয়ালের দয়াল তুমি, নিশ্চয়ই জানিয়াছি আমি
আমার প্রতি নিদয় হইলায় কেনে ।
(চিতান) তোমারে পাইবার আশে, ঘুরি কত হুশ বেহুশে
ধরতে গেলে দেওনা ধরা মোরে ।।
(সোনা বন্ধুরে) পিরীত করলাম সুখের লাগি
হইলাম আমি দুঃখের ভাগী, দুঃখ বিনে সুখ হইলোনা সংসারে
দুঃখে দুঃখে গেলো দিন, সোনার অঙ্গ হইলো মলিন
তবু বন্ধু পাইলাম না তোমারে ।।
ও বন্ধুরে, আলমও আরয়ার মাঝে, কত কত রূহানী সাজে
কোন কোঠাতে রাখিয়াছিলায় মোরে ।
(ও বন্ধুরে) আলাছ ভবে রাব্বেকুম, নিজে তুমি দিলায় হুকুম
আমি কালু বলা বলছি কিনা পরে ।।
(ও বন্ধুরে) মাতা পিতার সঙ্গজোরে, জন্ম লইলাম গর্ভপুরে
আইলাম আমি এই তো সংসারে ।
(ও বন্ধুরে) করিয়া তোমারই আশা, অরণ্যে হইলো বাসা
কালাশারে বঞ্চিত করিলায় কেরে ।।