কলঙ্কিনী হইলাম বন্ধু তোমার লাগিয়া ।
(চিতান) কত লোকে কত কয়, সকলই তো প্রাণে সয়
ছাই হইলাম আমি তোমার অনলে জ্বলিয়া ।।
তোমার এ কী লীলাখেলা
আজগুবি আজবও মেলা, সংসার জুড়িয়া ।
থাকো তুমি ব্রহ্মপুরে, জানিনা সে কতদূরে
কান্দি সদায় রাস্তায় বসিয়া ।।
(হায়রে) তুমি প্রেমের মহাজন, কোথায় রাজ্য সিংহাসন
কে দিবে চিনাইয়া ।
মরি মরি আহামরি, প্রেমযাতনা সইতে না পারি
আমার প্রতি গেলে বন্ধু এত কঠিন হইয়া ।।
বিচ্ছেদ যন্ত্রণা প্রাণেতে সহেনা
মরি এখন গলে ছুরি দিয়া ।
কালাশায় কয় প্রাণনাথ, কেন থাকো তফাত
প্রাণ যায় বন্ধু তোমারে না পাইয়া ।।