কালা শাহ রচিত গান নং ১৬৬

(আরে) ও জলে ভাসা জার্মানী
আমার বন্ধু কোথায় আছে বলতে পারো নি ।।
জলের ছলে কদমতলে হেরি গুণমণি ।
আখির পলকে বন্ধু কই গেলো না জানি ।।
জলের উপর ভাসো তোমরা, চলো দিন রজনী ।
তোমরা নি দেইখাছো আমার বন্ধু গুণমণি ।।
বন্ধু হারা জিতে মরা, ঘুরি পাগলিনী ।
ওরে, তিলেকমাত্র না দেখিলে বাঁচেনা পরানি ।।
বাতাসেরই আগে চলো, জলের গুণমণি
কত দেশ ভ্রমণ করো, আমার বন্ধু দেখছো নি ।।
দিবানিশি ঘুইরা মরি, বন্ধুর কাঙালিনী ।
কালাশাও বন্ধু হারা, তোমরা পাইছো নি ।।
মুর্শীদ আমার পরশমণি (চিতান)
মুর্শীদেরই চরণ করিলে ভজন
নিশ্চয়ই হইবা সরস ধনী ।।
(হায়রে) লাল মূর্তি জুয়াহির, যারে চিনাইছে পীর
দমে দমে হয় তার রওশনী
হাজার মন লোহা মুর্শীদ প্রেম সোহাগা
চালিয়া দিলে হয় হীরার খনি ।।
আল্লাহু নাম জিকির, লালমতি জুয়াহির
জপো নাম, বুঝো তার মাইনি ।
আল্লা পাক পরোয়ার, মুর্শীদরূপে প্রেমহার
খেলে প্রেম দিবস যামিনী ।।
সুরধনির ঘাটে, যদি কমল ফোটে
খাও মধু হইয়া গিয়ানী ।
কাফ লাম শীনে, তারে নাহি চেনে
জবর দিলে কে বোঝে তার মাইনে ।।