বন্ধুরে নি দেখছো গো, কও গো তোমরা কই গেছে ।
বলুক বলুক লোকে মন্দ
প্রাণ সইপেছি তাহার কাছে ।। (যাহা আছে)
বলিয়া দে গো প্রাণ সজনী বন্ধুয়ার খবর ।
বন্ধু আছইন কোন শহর (হায়রে)
লাজ লজ্জা কুলমান সপিয়াছি তাহার কাছে ।। (যাহা আছে)
কলঙ্কি করিয়া মোরে গেলো দেশান্তর ।
বন্ধের না মিলে খবর হায়রে ।।
এখন প্রাণ ত্যজিব অনলেতে
কইয়ো খবর তাহার কাছে (যাহা আছে)
বন্ধুয়ার প্রেম ভাবে হইলাম দেশান্তর ।
কেউ তো না করে আদর হায়রে ।।
কালাশাও ও বন্ধু সুখী, পাইলে প্রাণ বাঁচে (যাহা আছে) ।।