কালা শাহ রচিত গান নং ৯৯

আমি জানিনা কখন, স্বপনে তুমি প্রেমের মহাজন
আরে কোন কৌশলে রাজ্য চলে
কোথায় রাজ্য সিংহাসন ।।
একী তোমার লীলাখেলা, আজগুবি আজব মেলা ।
আমার চক্ষে তালা, করো খেলা,
ধরতে পাইনা অন্ধজন ।।
থাকো তুমি সুরপুরে, জানিনা সে কত দূরে ।
রাস্তা নাহি চিনি আমি, ঠেকছি ভবে অন্ধজন ।।
নিত্যই নিঃশ্বাসে খেলা, বাজাও বাঁশি কদমতলা ।
ধরমু তরে কোন কলে, শিখাও মোরে সেই ফন্দ ।।
না পাইয়া তর পথের নির্ণয়, বেহুশ থাকি কতক সময়
কর্ণে শুনি হৃদমন্দিরে, ধরতে পাইনা কি কারন ।।
তর আশায় গেলো দিন, সোনার অঙ্গ হইলো মলিন
ওরে প্রেম বাজারে খরিদ হইলো না
কালাশার নাইরে ধন ।।