মদীনাবাসী নিরে বন্ধু, ও বন্ধু, এসো এ আসরে ।
এসো তুমি, ডাকি আমি, অধম গুনাগারে রে বন্ধু ।।
হযরত আলী মা ফাতেমা, আছহাব চারিজনা রে বন্ধু ।
ইমাম হাসন হুসন পাক পাঞ্জাতন,
তোমার সঙ্গেতে আনোনা রে বন্ধু ।।
আদম হইতে ঈসা নবী, যত পয়গাম্বর রে বন্ধু ।
সঙ্গে কইরা লইয়া আসো আমার আসরে রে বন্ধু ।।
চার তরিকায় চারজন পীর আউলিয়া সর্দাররে বন্ধু ।
সঙ্গে কইরা লইয়া আসো, দেখিতাম দিদার রে বন্ধু ।।
কালাশা অতি মূঢ়মতি, অধম দূরাচার রে বন্ধু ।
তুমি হইয়া সখা, দেওনা দেখা,
তুমি উম্মতের কাণ্ডার রে বন্ধু ।।