সাঁতার জানলে দিও সাঁতার, নইলে সাঁতার দিও না ।
হাবুডুবু খাইয়া মরবে, হাত ধরিয়া কেউ তুলবে না ।।
ঝাপ দিয়া রসের সাগরে, কেউ ভাসে, কেউ ডুবিয়া মরে ।
কেউ ভাসে কেউ ডুবিয়া মরে, অরসিকগণ ভাসে না ।।
যদি ভাসবার ইচ্ছা করো, মাইয়াকে মহাজন ধরো ।
প্রেম তরঙ্গে সাঁতার খেলো, সাধনবস্তু যাবে না ।।
কামিনী কাঞ্চনের সার, শঙ্খ করাতের ধার ।
আইতে কাটে, যাইতে কাটে, গেলে প্রাণে বাঁচবে না ।।
যেজন প্রেমের ভাব জানেনা, তার সনে নাই লেনাদেনা ।
প্রেমিক যে জন, জানে সে জন, অপ্রেমিকের যন্ত্রণা ।।
প্রেম রসিকের এমনি ধারা, জল থইয়া দুধ পান করে তারা
কালাশায় কয় ছইলে মরা, জীবিত প্রাণে আসবে না ।।