তুমি আল্লা পরওয়ার, তুমি বিনে নাই কাণ্ডার ।
রাখো মারো যাহা করো তোমার এখতিয়ার ।।
তোমার নিজ নূর দিয়া, নূরনবী পয়দা কিয়া
সেই নূরেতে সয়াল সংসার ।
আকাশ পাতাল আদি ত্রিভুবন পাহাড় নদী
সৃজিয়াছো এই সৃষ্টি কৃপাতে তোমার ।।
আমারও যে মানব তরী, তুমি যদি হও কাণ্ডারী
তোমার নামে দিয়াছি সাঁতার ।
করো বা না করো পার, তোমার উপরে দিয়াছি ভার,
তোমার নামে ডুবিয়া মরি, কলঙ্ক তোমার ।।
আর কিছু বাসনা নাই, নবীজির চরণ চাই
সেই আশা নি পুরাইবায় আমার ।
আমি অতি মূঢ়মতি, না জানি ভজনও রীতি
তুমি যদি হও সারথি অধম কালাশার ।।